গণতন্ত্র

গণতন্ত্র
মনজুরুল ইসলাম মেঘ

কবিতার ঝরাপাতা প্রেমের নন্দনে কচি
কচকচ শব্দে নাঙ্গের ঘুমভাঙ্গে তখন
চেতনায় ঘুরে ফিরে স্বাধীনতা যখন
পেটহলে বলে গণতন্ত্র বেমানান
চাওনের অধিকার কি সমান সমান?

পিরিত মেখে ভোলায় পেটফোলা ঢোড়া
লাঙ্গল চালায় কিলবিল পশমের জমিন
খোদার দান আমিন আমিন!
ফসলের ক্ষেতে আগুন, দাম চড়া
গণতন্ত্র কাগজে, বাস্তবে মরা।

প্রেমের পোয়াতি বেশ্যাস্বতী
নাগরের কাননে বেমানান
ফুটতে বারণ আসমানি ফুল
গণতন্ত্র গণতন্ত্র প্ররোচন
চাই সিংহাসন সিংহান।

২৪ অক্টোবর, ২০২৩, ঢাকা।

ছবি যিনি তুলেছেন, তাকে ধন্যবাদ জানাই।নাম জানতে পারলে ক্রেডিট এডিট করে লেখে দিবো।