ঘামের পানিতে মুক্তদানা

মাতাল পৃথিবীর ঝরাপাতার নৃত্যে
নিষিদ্ধ সরবতে কামিনী রঙিন
লাঙ্গল চালাও বিস্তৃত জমিন।
রমণী সাদা হলে মানায় নুপুর
বেসুরো তালে চুয়ে পড়ে কানপাতা সুর
ফিতার টানে কপাটে কিলবিল
নোনা জলে ভিজা ডোবা-নালা-বিল।
ঘামের পানিতে মুক্তদানা
চাষীর গোলাভরা সোনা
গোছা দাও ফালের গর্তে।
– মনজুরুল ইসলাম মেঘ
১১/১১/২৩
ঢাকা